বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান বেশ কিছুদিন যাবত ক্যাটরিনা এবং ইউলিয়াকে নিয়ে ব্যাস্ত রয়েছেন। প্রকাশ্য না বললেও সালমান আর রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কিন্তু মাঝে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে নিয়ে ব্যস্ত আছেন এই তারকা। কিন্তু এবার খবর প্রকাশ পেয়েছে বান্ধবী ইউলিয়া ভান্তুরকে কি নামে ডাকেন সালমান।
জানা গেছে, সালমান খান নাকি তাঁর বান্ধবীকে ইউলিয়াকে ডাকেন ‘ইউ’ বলে। ভালোবেসে তিনি বাদ দিয়েছেন নামের শেষ অংশ। প্রেম ভালোবাসা যদি না-ই থাকতো, তাহলে এমন নামে ডাকতেন না দাবাং খান। সাল্লু মিঞার সঙ্গে ইউলিয়া নিজের ঘনিষ্ঠতাও বাড়াতেন না।
সালমানের বাড়িতে তাঁর আসা যাওয়ার ইউলিয়ার অটো ব্যবহার করার খবর আসার পর জানা গেছে সালমান নাকি তাঁর এই বিশেষ বান্ধবীকে একটি গাড়ি উপহার দিয়েছেন। তারপর থেকে ইউলিয়া সেই গাড়িতেই আসেন কিনা জানা নেই। কিন্তু সালমানের সঙ্গে যে তাঁর সম্পর্ক যে ভালোই চলছে, তার প্রমাণ একে একে সামনে আসছে। এই যেমন এসেছে, সংক্ষিপ্ত নামের কথা।