নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা তৃতীয় দিনেও নির্বাচন অফিসে মনোনয়ন পত্র সংগ্রহে ভীড় জমায়।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন।
এদের মধ্যে ২৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২২৫ জন মেম্বার এবং ৪২ জন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী রয়েছেন।
তৃতীয় দিনে মনোনয়ন পত্র সংগ্রহকারী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, গোগনগর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পদপ্রার্থী মহিউদ্দিন ফকির, কুতুবপুর ইউনিয়ন পরিষদে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম কাদের প্রমূখ।
এদিকে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ইকবাল হোসেন, মোশারফ শনি, ২নং ওয়ার্ডে হাজী মুক্তার শকুন, ৬নং ওয়ার্ডে আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ডে নূর হোসেন সওদাগার, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে সোলেমান দেওয়ান, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ডে আশরাফ আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদে ৩নং ওয়ার্ডে রবিউল হোসেন, ৮নং ওয়ার্ডে ইয়াকুব আলী, আজিজুল হক সহ আরো অনেক।
এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা ৪.৫.৬ আসনের রুমা মোল্লা, গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ৭.৮.৯ আসনে মমতাজ বেগম।