বিজয় বার্তা ২৪ ডট কম
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে আজ বন্দর উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আইন অনুযায়ী যা করা প্রয়োজন তাই করা হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। জেলা পুলিশ সুপার জয়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার বন্দর, সহকারী কমিশনার (ভূমি) বন্দর, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।