নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,বিএনপি সবসময়ই দেশের বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল। যারা বিএনপি’কে দুর্বল ভাবে তারা বোকার রাজ্যে বসবাস করে। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা পেলে আসন্ন কাউন্সিলের পর নেতা-কর্মীরা দেশবাসীর অধিকার রক্ষায় ঝাপিয়ে পড়বে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্দর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন,বিএনপি কাউকে পরোয়া করে চলেনো। শহীদ জিয়ার আদর্শে গড়া এ দল কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে জানেনা। জিয়ার সৈনিকরা এক হলে বাংলাদেশে আর কোন দলেরই অস্তিত্ব থাকবেনা। পরিশেষে তিনি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহাম্মদের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খন্দকার,যুবদল নেতা মোহাম্মদ মফিজুর রহমান সোহেল,আরিফ হোসেন বাবু,মোঃ মাসুম,বশির আহম্মেদ,আরিফ হোসেন,জামান শাহ,আহসানউল্লাহ,মাজহারুল ইসলাম,মোঃ আপন প্রমুখ। সাক্ষাতের শুরুতেই কেন্দ্রীয় ওই নেতাকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।