স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কোনো গরজ নেই- অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার যার দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। কিন্তু বিএনপির কোনো গরজ তো দেখি না। কেমন যেন একটা ভাসা ভাসা ভাব। খালি বক্তৃতা, কোনো কর্মকান্ড তো দেখি না। তাদের কর্মকান্ড একটাই- নালিশ করা।
রবিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির সাম্প্রতিক কর্মকান্ডের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি কাদের কাছে নালিশ করে! এক ব্রিটিশ এমপির কাছে নালিশ করেছে। খোঁজ নিয়ে দেখেন, তাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়। মানে রতনে রতন চেনে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম না উল্লেখ করে তার স্মৃতিসৌধে যাওয়ার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শুনলাম আমাদের কোন এক দলের নেত্রী গেছেন স্মৃতিসৌধে, মুখটা খুব করুণ। স্বাধীনতা দিবসের দিনও মুখে কোনো হাসি নাই। হাসি আসবে কোথা থেকে? তার পেয়ারের লোকজনদের একে একে ফাঁসি হচ্ছে। মুখে হাসি থাকবে কি করে।
তিনি বলেন, জনগণের মুখে হাসি থাকলে তার মুখে হাসি থাকে না। জনগণকে যখন পুড়িয়ে হত্যা করে মেরেছিল তখন তার মুখে নিশ্চয়ই হাসি ছিল। মানুষ মারতে পারলেই তার মুখে হাসি ফোটে। কারণ, তার হৃদয়ে আছে পেয়ারে পাকিস্তান।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আমরা যখন শুরু করেছি, তখন নানাভাবে আমাদের সরকারকে হেয় করে ব্যাতিব্যস্ত রাখার চেষ্টা থাকাটাই স্বাভাবিক। ওই পরাজিত শাক্তি, যুদ্ধাপরাধীদের দোসর তারা তো এমনিতেই থেমে যাবে না। তারা সবসময় সক্রিয় থাকবে এটা আমাদের মাথায় রেখেই চলতে হবে। তাদের মোকাবেলা করেই আমাদের চলতে হবে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।