ঝিনাইদহ,বিজয় বার্তা ২৪
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ফলসি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে দিদার হোসেন মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দিদার মণ্ডল ফলসি গ্রামের জলিল মণ্ডলের ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের নৌকার প্রার্থী বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।
হরিণাকুণ্ড থানার ওসি মাহতাব উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, হরিণাকুণ্ডর ইউএন্ও বলেছেন, সংঘর্ষের সময় একজন হৃদরোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।