নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার সকাল ১১টায় ৩৬ নং জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ধামগড় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আয়নাল হক স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে সম্পন্ন হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত দোয়ার মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক(অবসরপ্রাপ্ত) প্রধাণ শিক্ষক আলহাজ্ব মোঃ মতিউর রহমান। শুরুতেই দোয়া অনুষ্ঠানের উদ্বোধণ করেন মরহুমের সুযোগ্য পুত্র মোঃ আজিজুল হক আজিজ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফয়েজুর রহমান মোল্লা’র সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহজামাল,বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার এম এ হাতেম,বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাষ্টার,শাহজাহান মোল্লা,মোঃ সাহাবুদ্দিন,আলহাজ্ব মোঃ আলমাছ আলী দেওয়ান,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা,মোঃ ইয়ারউদ্দিন মোল্লা,হাজী মানিক সরদার,ইয়াকুব আলী মুন্সি,ধামগড় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মোস্তফা কামাল,মোঃ মোস্তফা মিয়ামোঃ শরীফ দেওয়ান,কাজী মোঃ আব্দুল কাদির প্রমুখ। পরিশেষে দোয়ায় অংশগ্রহণকারীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন,আয়নাল হক ছিলেন সাদা মনের মানুষ। তাঁর মতো ব্যাক্তির বিয়োগ কোন দিনই পূরণ হবার নয়। তার অনাকাংখিত বিয়োগে ধামগড়বাসী একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করি।