বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য আয়কর মেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী কর আদায় হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কর কমিশনার রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা মিলনায়তনে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এসময় আরো জানান, এবার আয়কর মেলার সমাপনী দিনেও ছিলো উপচে পড়া ভীড়।গত বারের তুলনায় এবার আমাদের কর আদায় বেশী হয়েছে।উর্দ্ধতন সরকারী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ চাকুরীজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর পেশার করদাতাবৃন্দ আয়কর মেলার সেবা গ্রহণ করেন। গত বছর আয়কর মেলায় ৮৬ লক্ষ ৪ হাজার ৩শ ২৪ টাকা আয়কর আদায় হয়। এ বছর ১ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৫২৪ টাকা আদায় হয়। এছাড়াও এবছর ৭ হাজার ১৭৩ জন করদাত সেবাগ্রহণ করেছে। যেখানে ৪৪৭ জন ই-টিআইএন গ্রহণ, ৩ জন টিআইএন রি-রেজিস্ট্রেশন এবং ১ হাজার ৪৮৯ জন করদাতা তাদের রিটার্ণ জমা দিয়েছে। এছাড়া এ বছর তোলারাম কলেজ থেকে অনার্স শেষ বর্ষ ও মাষ্টার্সের ১২ জন মেধাবী ছাত্রকে আয়কর বিষয়ে প্রশিক্ষন দিয়ে মেলার হেল্প ডেস্কে করদাতাদের সুবিধার জন্য সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ কর অঞ্চলের অধীনে মুন্সীগঞ্জ জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া ৬ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলায় এবং ৭ নভেম্বর জেলার শ্রীনগর ও টঙ্গীবাড়ী উপজেলায় ভ্রাম্যমান আয়কর মেলা অনুষ্ঠিত হবে।