বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় মো. নাজমুল হক নামের এক ব্যবসায়ীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলার ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দণ্ডিত নাজমুল জেলার আড়াইহাজারের শরীয়তপুরের গিয়াস উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আক্তার রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলার নথির তথ্যানুযায়ী, ২০১২ সালের ২১ মার্চ রাতে রূপগঞ্জ থানার মোটেরঘাট ভূমি অফিসের পিছনের ঝোঁপে বিক্রির উদ্দেশ্যে দুই নলা বন্ধুক, দুই রাউন্ড গুলি ও একটি রামদা রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।