বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের একদিন পর দীনা নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় তেঁতুইতলা এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় অপহরণকারী বিল্লাল হোসেনকে(২) আসামি করে একটি মামলা করা হয়েছে। অপহরনকারী বিল্লাল একই এলাকার আবুল কাসেমের ছেলে। বিয়ের আগে দীনার সঙ্গে বিল্লালের সম্পর্ক ছিল। সোমববার সন্ধ্যায় অপহৃতার মা সরলা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুুলিশ।
আড়াইহাজার থানার উপপরির্দশক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা হুমায়ন জানান, ২০ জানুয়ারি দ্বিনাকে তার বাবা বাড়ি তেতুঁইতলা এলাকা থেকে একটি সিএনজি করে তুলে নেয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকালে তাকে উদ্ধার করে। তবে এ ঘটনায় একজনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতার মা বাদী হয়ে অপহরণকারী বিল্লালকে আসামি করে একটি মমালা করেছেন। গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মামলা নং- ৩৪(১)১৯ইং।