বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাজবিয়া নামে ৬ বছরের এক শিশুর লাশ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাজবী গ্রামে কালভার্টের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই গ্রামের জুয়েলের কন্যা।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটি মারা গেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।