বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে। এরা হলেন উপজেলার বান্টি এলাকার আফাজউদ্দিনের ছেলে বাছেদ, আশাদের ছেলে শরীফ, আনোয়ারের ছেলে শফিকুল, জমিরের ছেলে নাজমুল, জালালের ছেলে তোফাজ্জল হোসেন ও জয়নালের ছেলে বাদল। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত শফিউল আজম খানের নেতৃত্বে সাদা পোশাকের এক দল পুলিশ জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের আটক করে। স্থানীয়রা অভিযোগ করেন, আটককৃত ছয় জুয়াড়ির মধ্যে অনেকে রয়েছে। যারা এলাকায় নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। তারা রাতে এলাকায় বিভিন্ন অপরাধ করে বেড়ায়। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলতে চায় না।
Share this: