বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক পাচারের অভিযোগে কৃষি কর্মকর্তা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আড়াইহাজার উপজেলা উপ কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তার স্বামী একই উপজেলার দক্ষিনপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম (৪৫) ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক (৩০)।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ফতেহপুর ইউপির দক্ষিনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হাওলাদার। এসময় ওসি জানান, গোপন সংবাদে জানতে পারি উপজেলার ফতেহপুর ইউপির দক্ষিনপাড়া এলাকায় প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছিল । এই খবরে আমাদের একটি টীম অভিযান চালায়। সেই সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ভিতর থেকে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের সময় আড়াইহাজারের উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার সহ তার স্বামী ও গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।