বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি অভিযানে ৪৭ কেজি গাঁঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রাতে আড়াইহাজার থানাধীন বিশনন্দিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরো ০৭ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মোসলেম মিয়া (৩১), ২। মিকাইল (৩১), ৩। মোঃ রাজু (২২) এবং ৪। মোঃ রিদয় মিয়া (২১)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।