বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ১০জানুয়ারী মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মাদক ব্যবসায়ী বজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আহসান সহ পুলিশের একটি দল।
সেখানে মাদক ব্যবসায়ী বজলুর রহমানের ঘরে তলাসী চালিয়ে পুলিশ লেপের নিচ থেকে ৮কার্টুন (১৯২ ক্যান) বিয়ার উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী বজলুর রহমান(৬০)কে গ্রেফতার করে। ঐ সময় অপর মাদক ব্যবসায়ী বজলুর রহমানের ছেলে আলামিন পুলিশ অভিযানের আগেই পালিয়ে যায়।
গ্রেফতারকৃত বজলুর রহমান বিশনন্দী গ্রামের আঃ হাসেম এর পুত্র।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আহসান জানান,গ্রেফতারকৃত বজলুর রহমান ও তার ছেলে আলামিন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।