বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার দুপুরে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁওয়ের আইয়ুব আলীর ছেলে। তিনি কাঁচপুর সিনহা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দায় বেপরোয়া গতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নজরুল ইসলাম।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ হোসেন ভূঁইয়া বলেন, হাসপাতালে আনার আগেই নজরুল ইসলাম মারা গেছেন।