বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে অপহরণের ৪দিন পর নারায়ণগঞ্জ থেকে র্যাব-১১ অপহৃতা স্কুল ছাত্রী আনিকা খন্দকার(১৫) কে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয় অপহরণকারী হাসানুর রহমান সুজন(১৯)কে। অপহৃতা আনিকা খন্দকার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার কে এম আহাদ এর কন্যা। সে পুরিন্দা সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। গ্রেপ্তারকৃত হাসানুর রহমান সুজন রংপুর জেলার সদর থানার সাহেবগঞ্জ পাঠানটারী এলাকার ইকরামুল হক এর ছেলে। সে নারায়ণগঞ্জ এর হাজীঞ্জে পাঠানটলি সেলিনা বিল্ডিংয়ে ভাড়া থাকে।
অভিযোগ সূত্রে জানাযায়, ১০ নভেম্বর সকাল ৮টার দিকে আনিকা খন্দকার প্রাইভেট পড়তে ও স্কুলর নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এ দিন দুপুর ১২টার দিকে স্কুলের সামনে থেকে অপহরণ হয় আনিকা খন্দকার। তার কিছুক্ষন পর অপহরণকারী হাসানুর রহমান সুজন অপহৃতা আনিকা খন্দকারের মাকে মোবাইলে ফোন দিয়ে অপহরণের কথা জানান এবং মেয়েক পেতে হলে ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে এ ঘটনাটি আড়াইহাজার থানা পুলিশ ও র্যাব-১১ কে জানানো হয়।
১৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃতা আনিকা খন্দকারকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত হাসানুর রহমান সুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অপহৃতার পিতা কে এম আহাদ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করেন।