মোঃ বাদল, আড়াইহাজার,নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আড়াইহাজারে সন্ত্রাসীদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রদল নেতা সন্ত্রাসী নজরুল ইসলাম নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা ৮ টার দিকে উপজেলার গোপালদী পৌরসভাধিন কালামেরকান্দী এলাকায় সড়কে নজরুল ইসলাম সহ এ এলাকার ২০/২৫ জন সন্ত্রাসী নিজেদের মধ্যে তর্কবিতর্কে লিপ্ত হয়।
এক পর্যায়ে কালামেরকান্দী এলাকায় ঐ সন্ত্রাসী যুবকরা নজরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে পরে হাতুড়ি ও ইট দিয়ে মাথা থেতলে সড়কের পাশে ফেলে রেখে যায়। পথচারীরা এ ঘটনা দেখে নজরুল ইসলামকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত নজরুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। নজরুল ইসলাম উপজেলার লক্ষীবরদী এলাকার আবুল হোসেন টুকুর ছেলে এবং সাবেক সদাসদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বর্তমান আওয়ামীলীগ নেতা আবুল বাশার কাসুর ভাতিজা। স্থানীয় সূত্রে জানাগেছে, নজরুল ইসলামের সন্ত্রাসী কর্মকান্ডে কালামেরকান্দী এলাকার লোকজন অতিষ্ট ছিল।
নিহত সন্ত্রাসী নজরুল ইসলামের বিরুদ্ধে নরসিংদীতে হত্যা সহ ৫ টি মামলা ও আড়াইহাজার থানায় বিস্ফোরক,চাঁদাবাজী,মাদকসহ ৩টি মামলা আছে বলে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান।
নজরুল ইসলাম ২০১১ সালের ১৫ মার্চ নরসিংদী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের জি,এস রনি হত্যা মামলার প্রধান আসামী ছিল বলে মামলার বাদী রনির ভাই ফজল জানান।
নরসিংদী থানা পুলিশ সূত্রে জানাগেছে,নজরুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। নজরুল ইসলাম নরসিংদীর বীরপুর এলাকায় তার শ্বশুড় বাড়িতে বসবাস করত। সে তার মামা নরসিংদী জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুতের ডান হাত বলে এলাকায় পরিচিত। সে বিভিন্ন মামলায় ফেরারী হয়ে আড়াইহাজার উপজেলায় লক্ষীবরদী গ্রামে আত্মগোপন করে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকত বলে এলাকাবাসী জানায়।