নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আড়াইহাজারে উচিৎপুরা ইউপি শ্রমিক লীগ সভাপতির বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। শ্রমিক লীগ সভাপতি আব্দুর রশিদ জানান, তিনি রাতে এক অনুষ্ঠান শেষে ৩ টার দিকে বাড়ীতে ফিরেন পরে আগে থেকেই তার বাড়ীতে প্রবেশরত ডাকাত দল ভোর ৪ টার দিকে তার পরিবারের সকলকে জিম্মি করে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ সময় তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়। থানা পুলিশ জানায়, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয় নি।