বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু দমন ট্রাইবুনালের আদালত
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নাঈম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামি নাঈম কে মৃত্যুদন্ড আদেশ দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালের ২৩শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামে রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে আসামি নাইন আইসক্রিম ও চকলেটের প্রবণ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এই ঘটনা আসামি নাইম আদালতে ওয়ান সিক্সটি ফোর এ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১০ জন সাক্ষী গ্রহণ শেষে আসামি নাঈমকে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত।