বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা শারদাঞ্জলী ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভাধিন কলাগাছিয়া কালি মন্দির প্রাঙ্গনে এক সমাবেশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
হিন্দু পঞ্চায়েত কমিটির সভাপতি সহদেব দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শারদাঞ্জলী ফোরাম এর কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শ্রী উৎপল কুমার সাহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি ও আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে,নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী নিতাই মজুমদার,শারদাঞ্জলী ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুমন দাস বিজয়,দপ্তর সম্পাদক কার্তিক সূত্রধর,বাংলাদেশ ছাত্র যুব ঐক্যপরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি সুকান্ত ভৌমিক অটল,সাধারন সম্পাদক গণেশ দাস,উপজেলা গীতা সংঘের সভাপতি সজীব সেন,শ্রীকৃষ্ণ দাস,দীপঙ্কর দাস ও বিশ্বজিৎ সূত্রধর।
সভায় বিশ্বজিৎ সূত্রধরকে আহবায়ক ও দীপঙ্কর দাসকে সদস্য সচিব করে আড়াইহাজার উপজেলা শারদাঞ্জলী ফোরার এর ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।