বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সোমবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মোজ্জাফ্ফর রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
এএসআই অজিত চন্দ্র বিশ্বাস জানান, তিনি নিজেই এ মামলা করেছেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।