নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ আড়াইহাজারে সোলায়মান ৩২ নামক এক মাদক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন পাচঁরুখী এলাকাকে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ হাতে নাতে পেয়ে এই সাজা প্রদান করেন। সে ওই গ্রামের আঃ সালেকের ছেলে। নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, সে দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে তাকে আটক করে এই সাজা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, সে আগেই মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল।