আড়াইহাজার,নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকা থেকে ৪০ পিস ইয়াবা (ট্যাবলেট) সহ হযরত আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আজিজের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, গাজীপুরা ইটাখোলা এলাকা থেকে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরণের মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।