বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের স্থানীয় চম্পক নগর বাজারে চারটি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে। শনিবার রাত ১০টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে বলে দোকান মালিকদের দাবী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্থরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চম্পক নগর বাজারের বাবুলের মেকানিকের দোকান থেকে প্রমথে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনর্চাজ মো: লিয়াকত বলেন, অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা নিরুপ করা হয়েছে।