বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলা জেরে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউপির বগাদীতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতের যেকোনো সময় বিষ প্রয়োগ করা হয় বলে ভুক্তভোগীর দাবি।
পুকুর মালিক প্রবাসী বাবুল মিয়ার জানান, দুই বছর আগে বাড়ির পাশে ৩০ শতাংশের একটি পরিত্যক্ত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন তিনি। সম্প্রতি এলাকায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে একই এলাকায় আবেদ আলীর ছেলে আনোয়ারের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আনোয়ার ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি করে।
তিনি আরো বলেন, হানা দেয়ার পর শনিবার সকালে পুকুরের মাছগুলো পর্যায়ক্রমে ভেসে উঠে। আনোয়ার আমাকে না পেয়ে রাতের যেকোনো সময় পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে।
অভিযুক্ত আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, আমি বা আমার লোক পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেনি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও নাটক।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত হচ্ছে।