বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাবের অভিযানে বিপুল পরিমানে দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৮ জনকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আটক করা হয়েছে।
বিষয়টি বৃহষ্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার মান্দারপাড়া এলাকার মোঃ সুজন মিয়া (২৫),
একই উপজেলার মোঃ আব্দুল হাই (৩৫) আড়াইহাজার উপজেলার বারইপাড়া এলাকার মোঃ আওলাদ হোসেন (২৫), সোনারগাও উপজেলার চেংগাকান্দি গ্রামের মোঃ ইমরান (২২), একই উপজেলার মসলন্দপুর গ্রামের মোঃ আল আমিন (২৪), একই উপজেলার মোঃ নুর ইসলাম (৩৮), মোঃ বকুল (৩২), মোঃ ফয়সাল (২০)।
র্যাব-১১ এর এই কর্মকর্কতা জানান, বৃহষ্পতিবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৮জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছোড়া, ১টি শাবল, ২টি জি আই পাইপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক, বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগজ্ঞের আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।