বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হাজিরটেক গ্রামের ৬৫ বছর বয়সী কাজম আলী ও তার স্ত্রী জমেলা। কাজম আলী একই গ্রামের কালাই মিয়ার ছেলে।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জমেলা। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে কাজম আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন।