বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জম্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, উপজেলা এলজিএডি’র প্রকেীশলী মুহাম্মদ নাশির উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন অফিসার মামুন মজুনদার, সাবেক ভিপি নাঈম মোল্লা, সাবেক ভিপি আমির হোসেন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে দুপুরে স্থানীয় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা তরুণ লীগের উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। তরুণ লীগের সভাপতি এইচএম জাকিরের সভাপতিত্বে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু কেক কেটে দিবসটি পালন করেন। উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক তাবারকসহ আরও অনেকে।
প্রসঙ্গত. ১৭ মার্চ বাঙালি জাতির জীবনে এক আনন্দের দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জম্মদিন। ১৯২০ সালের এই দিনে জম্ম নেওয়া সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত- নিপীড়িত বাঙালির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেয় স্বাধীন বাংলাদেশের রুপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু’র অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে বাঙালির হৃদয়ের মণিকোঠায়। দিনটি প্রতিবছরই আওয়ামী লীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক পঙ্গতিমালাও রচনা করা হয়েছে। ‘যতকাল রবেপদ্ম যমুনা পৌরী মেঘনা রহমান, ততকাল রবে র্কীতি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান, তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবর রহমান।’