বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রথম শ্রেনীর শিশু ছাত্রীকে ফুসলিয়ে নৌকা দিয়ে বিলে নিয়ে ধর্ষনের চেষ্টা করে এক লম্পট আরিফ (১৮)। পরে শিশুটি চিৎকার করলে লম্পট পানিতে ফেলে হত্যার চেষ্টা করে। এ সময় লোকজন বিষয়টি টের পেয়ে ছুটে আসতে থাকলে লম্ট আরিফ সাঁতরিয়ে পালিয়ে যায়। লম্পট আরিফ উপজেলার গোপালদী পৌরসভাধিন সোনাকান্দা এলাকার সিরাজ মিয়ার ছেলে। শিশুটি উপজেলার রতœগহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় শিশু রতœার পিতা মাহাবুব বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভাধিন সোনাকান্দা এলাকার মাহাবুবের মেয়ে রতœা (৬) সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। ওই সময় শাপলা তোলার কথা বলে শিশু রতœা ও তার খেলার সাথী জসীমউদ্দিনের ছেলে সিয়াম (৭) কে আরিফ (১৮) নৌকা যোগে বিলে নিয়ে যায়। সেখানে ধঞ্চা ক্ষেতের আড়ালে নিয়ে শিশু রতœাকে ধর্ষণ করার চেষ্টা করে। ঐ সময় শিশু রতœা ও সাথে থাকা সিয়াম চিৎকার দিলে পাষন্ড আরিফ তাদের পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন নৌকা দিয়ে ঘটনাস্থলে গেলে পাষন্ড আরিফ তাদের রেখে সাতরে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।