নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ আড়াইহাজারে পৃথক মামলায় বুধবার রাতে ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এরা হলেন ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ওমর ফারুক (৩০), একই গ্রামের মতিন (৩৮), বড়বিনাইরচর গ্রামের আক্কাছ (৪০), আড়াইহাজার পৌরসভার কৃঞ্চপুরা গ্রামের রিপন মিয়া (৩২), হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের মজিদ (৪৩) একই এলাকার মনির হোসেন (৩২)। আড়াইহাজার থানার ওসি মোঃ সাথাওয়াত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।