বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে পর্যায়ক্রমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারকৃতরা হলো স্থানীয় নগরডৌকাদী এলাকার মৃত রহমানের ছেলে মনু মিয়া, মনু মিয়ার ছেলে জুয়েল,নসর আলীর স্ত্রী ফজিলা, নসর আলীর মেয়ে সোনিয়া, রহমানের স্ত্রী খারতুন, মনু মিয়ার স্ত্রী জুলেখা, নসর আলীর ছেলে শাহআলম ও একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে নসর আলী, স্থানীয় দুপ্তারা এলাকার মের্সাস নোয়ান টেক্সটাইল মিলের ব্যবস্থাপক বিল্লাল হোসেন ও কল্যান্দী এলাকার কাসেম আলীর ছেলে মোরশেদ। আড়াইহাজার থানার নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিষেশ অভিযান অব্যাহত থাকবে।