বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দশ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ছিল এবং আদালত থেকে গ্রেফতারি পারোয়ানা থাকায় অনেকেই আটক হয়েছে।
শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন স্থানীয় মর্দাসাদী এলাকার মৃত আহাদ আলী ডাকাতের ছেলে সেলিম, বাহাদুরপুর এলাকার কালু মিয়ার ছেলে ইসমাইল, গাজীপুরা এলাকার মৃত করম আলীর ছেলে জামাল, ছোটফাউসা এলাকার মৃত আবু তাহের ছেলে মামুন, পাঁচগাও এলাকার মৃত লাল ভূূঁইয়ার ছেলে মোমেন ভূঁইয়া, ভাজবী এলাকার মৃত সাইদুল্যাহর ছেলে আবু রাইহান, নগরডৌকাদী এলাকার আবুল কাসেমের ছেলে আক্তার হোসেন,সত্যভান্দী এলাকার মৃত তাজু ভূঁইয়ার ছেলে ইসমাইল, সাতগ্রাম এলাকার মোস্তফা মিয়ার ছেলে হিমেল মিয়া ও শঁখের গাও এলাকার মোতালিব মিয়ার ছেলে উজ্জল মিয়া।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, আটককৃতদের মধ্যে চারজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে বিভিন্ন মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।