বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার রাতে পিকআপ ভ্যানের চাপায় সালাম (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে কুমিল্লা জেলার ফরিদগঞ্জ থানাধীন বালিথুবা এলাকার খলিলুর রহমানের ছেলে। স্থানীয় মোল্লাচর রানকা ডিনেম টেক্সটাইল মিল নামে একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় নিহতের ভাই তাহের বাদী হয়ে একটি মামলা করেছেন। গাড়ীর হেলপাড় মাসুদ আলমকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শ্রমিক সালাম মিলের ভিতরে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাধবদীর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।