বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে পড়ে তুহিন ( ৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকার আলী হোসেনের ছেলে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তুহিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশেই একটি মাঠে খেলা করতে ছিল। এসময় সবার অজানতে সে একটি ডোবায় পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।