বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে পানিতে ডুবে ২ চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মুল্লুকসাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সাইদুলের মেয়ে উম্মেহানী( ৬) ও তার ভাই ফেরদাউসের মেয়ে মাহিনুর ( ৫)। নিহত উম্মেহানী সালমদী সানরাইজ কিন্ডার গার্টেন স্কুল এর নার্সারী এবং মাহিনুর একই স্কুলের প্লে শ্রেনীর ছাত্রী।
নিহতদের স্কুলের শিক্ষিকা লিলি আক্তার জানান, সকাল ১০টা সময় এরা বাড়ী থেকে নিঁেখাজ হন। এর পর বাড়ীর সকলে বিভিন্ন স্থানে খুজাঁখুজিঁ করতে থাকে। দিনভর তাল্লাশী করার পর সন্ধ্যার দিকে গিয়ে বাড়ীর পাশে মেঘনার শাখা নদীতে খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা দিকে তাদের লাশ ভেসে উঠে। শিশু ২টির মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া ঘটনা নিশ্চিত করেন।