বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানি ভর্তি বালতিতে পড়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন আড়াইহাজার পৌরসভাধীন নোয়াপাড়া এলাকার লিটনের ছেলে।
শিশুটির বাবা লিটন জানান, সে বারান্দায় একা খেলা করছিলো। হামাগুড়ি দিয়ে কখন সে বাথরুমে রাখা পানি ভর্তি বালতিতে পড়ে যায় টের পাইনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।