বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে নুর আলম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় মাহমুদপুর ইউপির জোকারদিয়া নয়াপাড়া এলাকার আনারের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় শালমদী এলাকায় এ ঘটনা ঘটে। সে তার পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আমীন তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নানাবাড়িতে উঠানে অন্য শিশুদের সঙ্গে সে খেলছিল। হঠ্যাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পাশে একটি ডোবায় তার নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ডা. আশরাফুল আমীন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।