বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে একই দিনে পৃথক স্থান থেকে এক নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে এই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে ব্রাহ্মন্দী এলাকায় অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে একটি গাছের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় স্বপনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। সে ওই এলাকার মন্তার ছেলে।
অপরদিকে একই দিন বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার তারেক রহমানের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার আছমা তার বাবার বাড়ি চৈতনকান্দায় বেড়াতে আসেন। সোমবার বাবার বাড়িতেই তার স্বামী তারেকের সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা যাবে।
এদিকে আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, পৃথক স্থান থেকে স্বপন ও আছমার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে।