বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে আঁখি ও মুক্তা দুই বোন প্রকৃতির নিয়মে এখন পুরুষে রুপান্তর হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাদের নাম রাখা হয়েছে আক্তার হোসেন ও মুক্তার হোসেন।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাও এলাকায়।
জানাগেছে,ঐ এলাকার মাইক্রোবাস চালক ইদ্রিছ আলীর ৪ কন্যা সন্তান আখিঁ আক্তার(১৫),যমজ মুক্তা আক্তার(১১) ও মুনিয়া আক্তার(১১) এবং ছোট মেয়ে শ্রাবন্তি আক্তার(৫)। বড় মেয়ে আখিঁ আক্তার পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী, মুক্তা আক্তার চারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
আঁখি ও মুক্তার পিতা ইদ্রিছ আলী জানান,বিগত ৭-৮ মাস পূর্বে তাদের শারীরিক সমস্যা দেখা দিলে তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। কিন্তু তাদের গলার স্বর ও শারীরিক গঠনে সমস্যা দেখা দিলে তাদের নিকটাত্মীয়দের পরামর্শে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ(পিজি)হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানো হয়। বেশ কিছুদিন যাবৎ সেখানে চিকিৎসা করানোর পর সম্প্রতি আঁিখ ও মুক্তা ধীরে ধীরে পুরুষে রুপান্তরিত হয়ে যায়। ঘটনাটি পারিবারিকভাবে গোপন রাখার চেষ্টা করলেও তা এ কান সে কান হয়ে এখন সকলের মুখে মুখে। লোক লজ্জার কারনে বর্তমানে পুরুষে রুপান্তর হওয়া আঁখি ও মুক্তা বাড়ি থেকে বের হন না।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত লোকজন তাদের দেখার জন্য ইদ্রিছ আলীর বাড়িতে ভিড় করতে থাকে। পিতা ইদ্রিছ আলী অতিরিক্ত লোকজনদের ভিড়ের কারনে কিছু দিন তার এ দুই সন্তানকে অন্যত্র সরিয়ে রাখে।
আঁখি ও মুক্তার মা রাশিদা বেগম জানান, একে একে আমার চার কন্যা সস্তান হলেও আমি পুত্র সন্তানের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কাকুতি করতাম। আল্লাহ আমার ডাক শুনেছেন। তিনি জানান,আল্লাহর দয়ায় ২পুত্র সন্তান পেয়ে আমি অনেক খুশি। এখন আমার ২পুত্র,২কন্যা। তিনি বলেন,পারিবারিকভাবে আঁখি আক্তারের নাম পরিবর্তন করে আক্তার হোসেন ও মুক্তা আক্তারের নাম পরিবর্তন করে মুক্তার হোসেন রাখা হয়েছে। তাদের মাথার চুল ছেঁটে ছোট করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবীব ইসমাইল জানান,হরমুন জনিত কারনে এমন হয়ে থাকে।
পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানান,ঘটনাটি শুনেছি, তবে বিস্তারিত তিনি জানেন না। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন মুকুল জানান,আঁখি মেয়ে থেকে পুরুষে রুপান্তর হওয়ায় লোকলজ্জার কারনে স্কুলে আসছে না। তাকে খুব দ্রুত আবার স্কুলে নিয়ে আসবেন বলে তিনি জানান। দুই বোন মেয়ে থেকে পুরুষে রুপান্তর হওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।