বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল ওরফে ডাকাত সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে সোহেলকে গ্রেফতার করা হয়। সোহেল (৩০) মাহমুদপুর ইউপির মর্দাসাদী এলাকার রশীদ উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে পাচটি ডাকাতি সহ ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে মালশিয়ায় পালাতক ছিলো।
আড়াইহাজার থানার এএসআই মোস্তফা মিয়া জানান, ডাকাতির ঘটনায় থানায় পাঁচটি মামলা ও অন্যান্য থানায় করা মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে বিভিন্ন সময় ধৃত ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে ১০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তার এড়াতে সে মালশিয়ায় পালিয়ে যায়। গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের বহনকৃত সিএনজি গাড়িতে তার পরিবারের লোকজন হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।