বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দুইশ গজ দূরত্মের মধ্যে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির গৃহকর্তা সহ অন্য সদস্যদের গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানাগেছে,২১এপ্রিল দিবাগত রাত ১টার সময় আড়াইহাজার সদরে থানার দুইশ গজ পূর্বদিকে বছুরউদ্দিনের ছেলে তারা মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। তারা টিনসেট দালানের লোহার গেইট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা গৃহকর্তা সহ তার পরিবারের লোকজনদের প্রত্যেকের গলায় দা ও ছোরা ধরে আলমারি ও সুকেস খুলে নগদ ১লক্ষ ৩০হাজার টাকা,৪ভরি ওজনের স্বর্ণালংকার,মোবাইলসেট সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনাস্থলে গেলেও কোন ডাকাতকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পারেনি।
গৃহকর্তা তারা মিয়া জানান, দরজা ভাঙ্গার শব্দ পেয়ে জেগে ওঠার সাথে সাথে ১৫/১৬ জনের ডাকাতদল তাদের জিম্মি করে ফেলে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।