বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের আড়াইহাজারে ডাকাতি ঘটনার ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দি গ্রামে। জানা যায়, বুধবার গভীর রাতে ঐ গ্রামের এমদাদুলের বাড়ীতে মুখোশধারী ১০/১৫ জনের ডাকাত দল বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ৪ ভরি স্বর্ণালংকার দামী কাপড় সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় গৃহকর্তা এমদাদুল হক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানা অফিসার্স ইনচার্জ সাখোয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।