বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে চোর আখ্যা দিয়ে তিন শিশুকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ব্যাক্তিকে আটক করেছেন। এরা হলেন নোয়াপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী সামছুর ছেলে জয়নাল একই এলাকার ডেঙ্গুর ছেলে চা বিক্রিতা নজু। নির্যাতনের শিকার শিশুরা হলো, উপজেলার কাইমপুর এলাকার হাতেমের ছেলে নবী হোসেন (১), উচিৎপুরা এলাকার মানিকের ছেলে সোহাগ ( ১৬)ও কাইমপুর এলাকার আব্দুলের ছেলে রাসেল (১৫)।
জানা গেছে, মঙ্গলবার বিকালে স্থানীয় কৃঞ্চপুরা এলাকায় চায়ের নজু ও হোটেল ব্যবসায়ী জয়নাল মিয়া চোর আখ্যা দিয়ে তিন শিশুকে আটক করে। পরে তাদেরকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যান চালানো হয়। এক পর্যায় তাদের মাথার চুল কেঁটে এলাকায় ঘুরানো হয়। পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ঘটনাস্থল থেকে তিন শিশুকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। ওসি বলেন, যদি কেউ অভিযোগ দেয়। তাহলে আমি মামলা নিব।