বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৭ কেজি গাঁজা সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার উপজেলার বিশনন্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।এসময় ২৭ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার রহমতপুর গ্রামের মোঃ মাহাবুবুর রহমান (৪৭), জেলার ব্রাক্ষ্মনপাড়া গ্রামের ফুলমিয়া (৫১), নরসিংদি খালপাড়া গ্রামের জালাল আবেদীন @ জয়নাল আবেদীন (৭২), ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার শরীফপুর গ্রামের হাছিবুল হাছান (২৪), একই জেলার কাজীবাড়ী গ্রামের মোঃ সিফাতুল ইসলাম শাওন (২২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।