বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে মঙ্গলবার বড় বিনাইরচর এলাকায় অবস্থিত ‘কমিউনিটি’ ক্লিনিক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি জসিম উদ্দিন। এ সময় তিনি মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, ইউপি সদস্য বেদন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদ মল্লিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নূরে আলম মোল্লা প্রমুখ।