বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজার পৌরসভা নির্বাচন একটি অসুষ্ঠু ও ভূয়া নির্বাচন হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বুধবার ( ২৫ জুলাই ) দুপুরে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের স্থগিত ও পূর্নরায় ভোট গ্রহণের আবেদন করে চীফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেন আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী পারভীন আক্তার। এ সময় তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত ও পূর্নরায় ভোট গ্রহণের আবেদন জানান।
তিনি আরো বলেন, এই ধরনের নির্বাচন খুবই ধিক্কার জনক । আমাদের মেয়র প্রার্থী এই নির্বাচন স্থগিত করার আদেশ দাবি করেছেন । আমরা পূর্নরায় নতুন করে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।
পরে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন স্থগিত ও পূর্নরায় নতুন করে ভোট গ্রহণের দাবি জানান । তিনি আরো বলেন, একটি অসুষ্ঠু ও ভূয়া নির্বাচন হয়েছে । পুলিশ প্রশাসন তারা নির্বাচন করে দিয়েছে । তারা নৌকার পক্ষে সিল মেরেছেন আর ধানের শীষের পুলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন । আমাদের বিভিন্ন সিটি নির্বাচন যেভাবে হয়েছে ঠিক তার ধারাবাহিকতায় আজকে আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন হয়েছে । এতে করে বুঝা যায় যে আওয়ামীলীগের শাসন আমলে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না । তারা প্রশাসনকে ব্যবহার করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে ।
প্রসঙ্গত, ২৫ জুলাই বুধবার সকাল থেকে শুরু হওয়া আড়াইহাজার পৌরসভা নির্বাচনে পুলিং এজেন্ট কে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রশাসনের সামনে প্রকাশ্যে নৌকার পক্ষ সিল মারার অভিযোগ তুলে আড়াইহাজার পৌরসভা নির্বাচন স্থগিত ও পূর্নরায় ভোট গ্রহণের জন্য চীফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছে বিএনপির মেয়র প্রার্থী থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার ।বেলা সাড়ে এগারোটায় আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসারের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । পরে দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে করে তিনি নির্বাচন স্থগিত ও পূর্নরায় ভোট গ্রহণের আবেদন জানান ।