বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালিশকে কেন্দ্র করে একই পরিবারের ছয়জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভিটিপাড়া কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- টিপু সুলতান, তার বাবা আব্দুল হক ও মা ফাতেমাসহ ছয়জন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত টিপু সুলতান জানান, ছয় বছর আগে কল্যান্দীর সাজোয়ার ও তার মা গোলরেহানকে ৩০ শতাংশ ফসলি জমি কেনার জন্য বায়না স্ট্যাম্পে লেখা চার লাখ টাকা দেয়া হয়। পরে তারা জমি রেজিস্ট্রি করতে টালবাহানা করতে থাকে। কোনো উপায় না পেয়ে শুক্রবার স্থানীয় ব্যবসায়ী মহুর আলীর মধ্যস্ততায় তার বাড়িতে সালিশ বসানো হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সাজোয়ার ও তার নিকট আত্মীয় সুমনসহ আরো ১০ থেকে ১২ লোক দেশীয় অস্ত্র নিয়ে টিপুর পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ছয়জন আহত হন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছয়জন আহতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।