বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৪৩০ পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বিকালে উপজেলার গোপালদী দড়ি বিশনন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম (২৮) আড়াইহাজার থানাধীন গোপালদী গাজিপুড়া এলাকার মৃত আঃ হান্নান আলীর ছেলে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।