বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
আটক মোহাম্মদ হোসেন দুপ্তারা ইউপির গিরদা এলাকার দানেশ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার এসআই সজীব চন্দ্র সরকার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরদা চৌধুরীপাড়ায় ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক মোহাম্মদ হোসেন র্দীঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।